Wednesday, January 1, 2025
spot_img
Homeবাণিজ্যবাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে চায় স্কটল্যান্ড

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে চায় স্কটল্যান্ড

স্কটল্যান্ডের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল সোমবার (২০নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে তারা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

স্কটিশ সংসদের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী নেতৃত্বে থাকা প্রতিনিধি দলের সদস্যরা বলেন, স্কটল্যান্ডের নির্মাণ খাতে শ্রমিকের চাহিদা রয়েছে। তবে ভাষাগত অদক্ষতা তাদের আগমনে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তাবে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকার কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ভাষা শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও কম্পিউটার প্রশিক্ষণসহ নানা পদক্ষেপ নিয়েছে।

ফয়সল চৌধুরী বলেন, স্কটল্যান্ড বাংলাদেশের কৃষি খাতেও বিনিয়োগ করতে আগ্রহী।

প্রতিনিধি দল গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেন। তারা বলেন, বাংলাদেশ আজ একটি আধুনিক ও উন্নত দেশ।

আরও পড়ুন – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরাও

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments