দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে ‘পরামর্শ করার জন্য’ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সুনির্দিষ্ট কিছু উল্লেখ না করে বলেন, ইসরাইল সম্পর্কে ‘দক্ষিণ আফ্রিকার সর্বশেষ বিবৃতি’ অনুসরণ করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গাজায় ইসরাইলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছে দক্ষিণ আফ্রিকা। এছাড়া সোমবার দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ডিসেম্বরের মাঝামাঝি সময়ের আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান জানায়।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয়ের মন্ত্রী খুম্বুদজো এনতশাভেনি বলেন, এটি করতে ব্যর্থ হলে, তা বিশ্বব্যাপী শাসনের সম্পূর্ণ ব্যর্থতার ইঙ্গিত দেবে।
ইসরায়েল-হামাস যুদ্ধের বিষয়ে দক্ষিণ আফ্রিকা ব্রিকস গ্রুপের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের আয়োজন করার ঠিক আগে ইসরায়েলের রাষ্ট্রদূত এলিয়াভ বেলোটসারকভস্কিকে প্রত্যাহার করা হলো। চীন ও রাশিয়াও এ গ্রুপের সদস্য।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধের জন্য একটি সাধারণ প্রতিক্রিয়া তৈরির আশা করা হচ্ছে।
এ ছাড়াও মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ইসরায়েলি দূতাবাস বন্ধ করা, ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া পর্যন্ত এবং জাতিসংঘের সহায়তায় আলোচনার প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত সব কূটনৈতিক সম্পর্ক স্থগিত করবে কি না, তা নিয়ে ভোট দেবে বলে আশা করা হচ্ছে। দেশটির শাসক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এই প্রস্তাবে সম্মত হয়েছে। তবে দল বা সরকার সংসদে এই প্রস্তাবকে সমর্থন করবে কি না, তা দেখার বাকি রয়েছে।
এর আগে দক্ষিণ আফ্রিকা ইসরায়েল থেকে তাদের কূটনীতিকদের ফিরিয়ে নিয়েছে। পাঁচ বছর ধরে ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার কোনো রাষ্ট্রদূত নেই।
সূত্রঃ বিবিসি
আরও পড়ুন – ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান