Saturday, January 4, 2025
spot_img
Homeআন্তর্জাতিকঅসুস্থ কর্মচারীর খোঁজ নিতে হোসেনপুরে সৌদি শিল্পপতি

অসুস্থ কর্মচারীর খোঁজ নিতে হোসেনপুরে সৌদি শিল্পপতি

দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারীর অসুস্থতার খবর শুনে সৌদি আরব থেকে বিমানে ঢাকায় এসে সেখান থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামে উপস্থিত হন সৌদি নাগরিক সামিম আহমেদ হলিবি।

কর্মচারীর প্রতি মালিকের এমন নজিরবিহীন হৃদ্যতা, ভালোবাসা ও আন্তরিকতা দেখে হতবাক এলাকাবাসী। এ দিকে সৌদি আরবের শিল্পপতি হেলিকপ্টারে হোসেনপুরে আসার খবর পেয়ে সকাল থেকেই উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। বিষয়টি এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামের তিন সহোদর খাইরুল ইসলাম, আব্দুল হামিদ ও সারোয়ার হোসেন সাহিদ দীর্ঘদিন ধরে চাকরি করেন সৌদি আরবের দাম্মাম আল হাচা শহরের বাসিন্দা সামিম আহমেদ হলিবির শিল্প প্রতিষ্ঠানে। সেখানে খাইরুল, হামিদ ও সাহিদ বাগানে ও গাড়িচালকের কাজ করছেন।

দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে মালিক সামিম আহমেদ হলিবির সাথে তাদের সখ্যতা গড়ে উঠে। সেই সুবাদে একজনের অসুস্থতার খবর পেয়ে ছুটে এসেছেন সৌদি আরব থেকে বাংলাদেশের অজপাড়া গাঁয়ের চরাঞ্চল এলাকায়।

সৌদি নাগরিক আহমেদ হলিবি জানান, তিনি গত সোমবার রওনা দিয়ে সন্ধ্যায় সৌদি আরবের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মঙ্গলবার ভোরে।

পরে তার ছেলে আব্দুল লিলা হলিবিকে সাথে নিয়ে গতকাল মঙ্গলবার সকালে সেখান থেকে হেলিকপ্টারে করে হোসেনপুর উপজেলার ঢেকিয়া খেলার মাঠে এসে পৌঁছান। পরে প্রাইভেট কারে চড়ে কর্মচারীদের হোসেনপুর পৌর এলাকার বাসায় যান তিনি।

বাংলাদেশে এসে কেমন লাগল এমন প্রশ্নের জবাবে সামিম আহমেদ হলিবি বলেন, আমার খুবই ভালো লেগেছে। বাংলাদেশে এসে আমার কর্মচারীর খোঁজ নিতে পেরে আমি খুবই খুশি। তারা (খাইরুল, হামিদ ও সাহিদ) শুধু আমার কর্মচারীই নয়, আমার সন্তানের মতো। তাই তাদের খোঁজ নিতে সৌদি আরব থেকে ছুটে এসে মানসিক শান্তি পেয়েছি।

তিনি আরো বলেন, তাদের সততা, বিশ্বস্ততা ও বিনয়ী ব্যবহারের জন্য আমার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি বেড়েছে।

আরও পড়ুন – এশিয়ান কাপের দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments