কাতারের মধ্যস্থতায় গাজায় চার দিনের যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে, এমনটাই জানিয়েছে আল জাজিরা। যদিও যুদ্ধ বিরতি শুরুর সময় পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
আজ বুধবার (২২ নভেম্বের) কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
তবে এই চুক্তির মধ্যে হামাস কিছু শর্ত জুড়িয়ে দিয়েছে; শর্ত গুলো হলো –
• ৫০ জন ইজরায়েলী বন্দীর বিপরীতে ১৫০ জন ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিবে। উভয় পক্ষের মুক্তিদের বয়স হবে ১৯ এর নিচে।
• এই চার দিনে শত শত ত্রাণবাহী গাড়ি গাজায় প্রবেশ করতে দিতে হবে।
• উত্তর গাজা আর দক্ষিণ গাজার ভেদাভেদ করা যাবে না। সব এলাকায় ত্রাণ প্রবেশের সুযোগ দিতে হবে।
• এই চার দিনের মধ্যে ইজরায়েলী সেনাবাহিনী কোথাও আক্রমণ করতে পারবে না।
• দক্ষিণ গাজায় চারদিন এবং উত্তর গাজায় প্রতিদিন ৬ ঘন্টা; সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিমান হামলা বন্ধ থাকবে।
দীর্ঘ ছয় ঘন্টা আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার প্রথম জিম্মিদের মুক্তির আশা করা যাচ্ছে।
সূত্র: আল জাজিরা