গত ১৬ই নভেম্বর জুমাবার কাতারের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বাংলাদেশি মালিকানাধীন কিউ স্পিডি অটো গ্যারেজের উদ্বোধন করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাতারের সানাইয়া এলাকার ১৮ নম্বর সড়কে বাংলাদেশী মালিকাধীন প্রতিষ্ঠান ‘কিউ স্পিডি অটো গ্যারেজ’ এর উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটিতে কার, মোটরবাইক সহ সকল যানবাহনের ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল কাজ করা হবে বলে জানিয়েছেন মালিক পক্ষ।
কাতারের স্থানীয় সময় ‘জুমাবার’ বিকাল বেলায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতে গ্যারেজ উদ্বোধন করেন কোম্পানির স্পন্সর আবদুল্লাহ আল সাবা এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নাজমুল হক রিয়াদ, মাসুদ সোলাইমান ও বশির আহমেদ।
উদ্বোধনের পর ব্যবসায় উন্নতি, দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ প্রফেসর “মুফতি কাজী ইব্রাহীম সাহেব”।