আগামীকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হবে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় একটি সংবাদ সম্মেলনে তিনি এ কথা নিশ্চিত করেন।
মাজেদ আল-আনসারি বলেন, যেসব জিম্মি একই পরিবারের, তাদের একই একসাথে রাখা হবে। অবশ্যই প্রতিদিন বেশ কিছু বেসামরিক নাগরিককে মুক্তি দেওয়া হবে। চারদিনে মোট মুক্তি পাবে ৫০ জন।
মাজেদ আল-আনসারি আরও বলেন, নিরাপত্তার কারণে গাজা থেকে বন্দীদের কোন পথে নিয়ে যাওয়া হবে সে সম্পর্কে তিনি তথ্য প্রকাশ করতে পারবেন না।
তিনি বলেন, এখানে আমাদের মূল লক্ষ্য জিম্মিদের নিরাপত্তা। আমাদের অপারেশন রুমের মাধ্যমে তারা যাতে নিরাপদে সেখানে পৌঁছায় তা নিশ্চিত করার দিকে আমরা মনোযোগ দেব।
তিনি আরও বলেন, জিম্মিদের অগ্রাধিকার দেওয়ার মানদণ্ডটি সম্পূর্ণরূপে মানবিক ছিল এবং আমাদের লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব নারী ও শিশুদের ক্ষতির পথ থেকে সরিয়ে দেওয়া। আশা ছিল এই চুক্তির মাধ্যমে পরিচালিত গতি আমাদের সবাইকে সময়মতো বের করে আনতে সাহায্য করবে।
একইসঙ্গে, অবশ্যই মানবিক বিরতির মাধ্যমে গাজার মানুষের কষ্ট কমে আসবে।
আরও পড়ুন – কাতারে ই-পাসপোর্টের নতুন ফি ঘোষণা