স্থল অভিযান শুরুর পর থেকে ইজরায়েলের ৩৩৫ টি সামরিক যান ধ্বংসের দাবি করেছে হামাস।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেন, স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা ইজরায়েলের ৩৩৫টি সামরিক যান আংশিক বা পূর্ণ ধ্বংস করতে সক্ষম হয়েছি।
আবু উবাইদা বলেন, আমাদের যোদ্ধারা প্রতিটি পয়েন্টে দখলদার ইজরায়েলীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে।
আমরা এন্টি ট্যাংক মিসাইল দিয়ে সরাসরি শত্রুদের সামরিক যান আক্রমণ করছি।
তিনি আরও বলেন, গত ৪৮ ঘন্টায় আমরা ৩৩টি সামরিক যান ধ্বংস করেছি। আমরা যেসব সামরিক যান ধ্বংস করেছি সেগুলোর মধ্যে ট্যাংক, সেনাগাড়ি, বুলডোজার রয়েছে।
তিনি জানান, শত্রু বাহিনীর উপর আমরা একাধিক আক্রমণ চালিয়েছি। বিভিন্ন স্থানে তাদেরকে গুলির লক্ষ্যবস্তুতে পরিণত করেছি। তিনি আজ এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিটি আল জাজিরা টেলিভিশনে সম্প্রচারিত হয়।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে গিয়ে বেকায়দায় পড়েছে ইসরাইলি বাহিনী।
এইদিকে হামাস ঘোষণা করেছে, গাজায় ইসরাইলের স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে তারা ৩৩৫ এর অধিক সামরিক যানের আংশিক বা পরিপূর্ন ধ্বংস করেছে।
আরও পড়ুন – গাজায় যুদ্ধবিরতির জন্য কাতার-মিশরকে ধন্যবাদ জানিয়েছেন বাইডেন