অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য বহনকারী ট্রাক ঢুকতে শুরু করেছে। এর আগে যুদ্ধবিরতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, মিশরের রাফাহ সীমান্ত দিয়ে রান্নার গ্যাস ও জ্বালানি নিয়ে মোট ৮টি ট্রাক গাজা উপত্যাকায় প্রবেশ করেছে।
স্থানীয় সাংবাদিক ইউমনা এলসাইদ জানান, রাফা সীমান্ত দিয়ে আজ অন্তত ২০০ ট্রাক মানবিক সহায়তা গাজা উপত্যকায় প্রবেশের কথা রয়েছে।
আজ বিকাল ৪ টায় ইসরাইলি কারাগারে বন্দি থাকা ২৪ জন নারী ও ১৫ কিশোরকে আন্তর্জাতিক রেডক্রসের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনের বন্দি বিষয়ক কমিশনের প্রধান কাদুরা ফারেস।
উল্লেখ্য, ইসরাইলি কারাগারে অন্তত ৭ হাজার ২০০ জন ফিলিস্তিনি রয়েছে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন – স্থল অভিযানে আসা ইসরাইলের ৩৩৫টি সামরিক যান ধ্বংসের দাবি হামাসের