গাজা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চারদিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিন আজ।
শর্ত অনুযায়ী দ্বিতীয় দিনে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল।অন্যদিকে আজ ১৪ ইসরাইলি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, হামাস এখন পর্যন্ত যাদের মুক্তি দিয়েছে তাদের মধ্যে ১২ জন থাইল্যান্ডের নাগরিক, বাকিরা ইসরায়েলের। অন্যদিকে যে ৩৯ জন ফিলিস্তিনি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তাদের মধ্যে ২৪ নারী ও ১৫ শিশু রয়েছে।
চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির চারদিনে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল।
আরও পড়ুন – ইসরাইলের সাথে সম্পর্ক স্থগিত করল স্পেনের বার্সেলোনা সিটি