Tuesday, January 7, 2025
spot_img
Homeআন্তর্জাতিকআসছে ডিসেম্বর মাসে বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলেজ মাঠে বিজয় মেলার আয়োজন...

আসছে ডিসেম্বর মাসে বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলেজ মাঠে বিজয় মেলার আয়োজন করা হচ্ছে

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর ২০২৩, (বৃহস্পতি, শুক্র ও শনিবার) বাংলাদেশ দূতাবাস দোহা এবং বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলেজ এর উদ্যোগে বিজয় মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় বাংলাদেশী হস্তশিল্প, ঐতিহ্যবাহী পিঠা-পুলি, নানা মজাদার খাবার, তৈরী পোশাক, তৈজসপত্র সহ নানাবিধ পণ্যের প্রদর্শনী ও বিপণনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফেল ড্র এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।

৩ (তিন) দিন ব্যাপী এই বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ নজরুল ইসলাম।

আগ্রহীদের জন্য স্টল বরাদ্দ চলছে। ৩ দিনের জন্য স্টল প্রতি ফি ১০০০ কাতারি রিয়াল নির্ধারণ করা হয়েছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে স্টল বরাদ্দ দেওয়া হবে। সেরা তিনটি স্টলকে পুরস্কৃত করা হবে। এখানে যে কোন জাতীয়তার নাগরিক স্টল বরাদ্দ নিতে পারবেন।

বিজয় মেলায় দূতাবাস কর্তৃক কনস্যুলার বুথের মাধ্যমে কনস্যুলার সেবা ও প্রবাসী কল্যাণ বোর্ড এর সদস্যপদ সংক্রান্ত তথ্য প্রদান করা হবে।

মেলায় E-passport এর আবেদন গ্রহণ এবং নির্দিষ্ট সংখ্যক Machine Readable Passport (এম্বাসির ফেসবুক পেইজে আপলোডকৃত তালিকা অনুযায়ী) বিতরণ করা হবে।

সময়ঃ ১৪ ডিসেম্বর ২০২৩ (বিকাল- ০৪.০০ টা থেকে রাত ১২.০০ টা)।

১৫ ডিসেম্বর ২০২৩ (দুপুর- ০২.০০ টা থেকে রাত ১২.০০টা)।

১৬ ডিসেম্বর ২০২৩ (দুপুর- ০২.০০ টা থেকে রাত ১১.০০ টা)।

স্থানঃ বাংলাদেশ এম.এইচ. এম স্কুল এন্ড কলেজ মাঠ।

স্টল বরাদ্দের জন্য যোগাযোগঃ

+৯৭৪ ৫৫১৭ ৫২১৯

+৯৭৪ ৩৩৫৪ ০২৮১

আপনি সপরিবারে আমন্ত্রিত…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments