Tuesday, January 7, 2025
spot_img
Homeআন্তর্জাতিকদ্বিতীয় দফায় মুক্তি দেওয়া হল ৩৯ ফিলিস্তিনিকে

দ্বিতীয় দফায় মুক্তি দেওয়া হল ৩৯ ফিলিস্তিনিকে

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, দ্বিতীয় দফায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের কারাগারে আটক থাকা ৩৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। যার মধ্যে ৬ জন নারী ও ৩৩ জন শিশু রয়েছে।

শনিবার রাত ও রবিবার সকালে ২ টি ভাগে এসকল বন্দেিদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানা যায়।

প্রসঙ্গত, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে ইসরাইলের ১৩ জন বন্দীকে মুক্তি দেওয়ার পরপরই তেল আবিবের পক্ষ থেকে এ সকল বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে।মুক্তিপ্রাপ্ত এসব বন্দিদের গ্রহণ ও স্বাগত জানাতে দখলকৃত পূর্ব জেরুজালেমে জড়ো হয় তাদের পরিবারগুলো। তবে তা ছিল অত্যন্ত নিঃশব্দ, কারণ বন্দিদের কেন্দ্র করে উদযাপন নিষিদ্ধ করেছে দখলদার ইসরাইলি বাহিনী।

মুক্তিপ্রাপ্ত এ সকল বন্দীদের মধ্য থেকে উল্লেখযোগ্য একটি নাম হল ইসরা জাবিস। ২০১৫ সালে নিজের গাড়িতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও একজন পুলিশ অফিসারকে আহত করার অভিযোগে আটক করা হয় ৩৭ বছর বয়সী এ নারীকে। তাকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে।

সূত্র: এনডিটি

আরও পড়ুন – ইসরাইলি কারাগারের নির্মমভাবে পেটানোর ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিলো মুক্তিপ্রাপ্ত কিশোর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments