ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের নির্মমভাবে পেটানো হতো। এমনকি প্রহারের মাত্রা এতটাই ভয়ানক ছিল যে তাৎক্ষণিক অনেক ফিলিস্তিনি বন্দি মৃত্যুর কোলে ঢলে পড়তেন। এমন ভয়ানক দৃশ্যেরই বর্ণনা দিচ্ছিলেন সদ্য মুক্তি পাওয়া ফিলিস্তিনি কিশোর ইয়াসের জামিয়েহ।
আজ সকালে মুক্তি পেয়েছেন ১৭ বছর বয়সী এ কিশোর। মুক্তির পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন তার স্বচক্ষে দেখা অভিজ্ঞতার কথা।
ইয়াসেরের মতে, কারাগারের প্রশাসন ব্যবস্থা ও কারা রক্ষীরা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তিনি বলেন, “কারা রক্ষীরা আমাদের সাথে হিংসাত্মক আচরণ করেছে। বন্দীদের মধ্যে কয়েকজন এসব কারারক্ষীদের হাতেই মারা গেছেন।”
তিনি আরো বলেন, “আমাদের কারাগারের একটি বিভাগে থাকা কয়েকজন বন্দীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে ১০-১২ বছর বয়সী শিশুদের সাথেও সহিংস আচরণ করা হয়েছে।”
প্রসঙ্গত, ২০২২ সালে ১৬ বছর বয়সে গ্রেফতার করা হয় কিশোর ইয়াসের জামিয়েহকে। হাইফার বাইরে অবস্থিত মেগিদ্দো কারাগারে রাখা হয়েছিল তাকে।
ফিলিস্তিনি কিশোর আরো জানান, অত্যন্ত ঠান্ডা তাপমাত্রার মধ্যে তাদের রাখা হতো। এছাড়াও খুব অল্প সময়ে ঘুমানোর সুযোগ দেওয়া হতো। একদিনে সর্বোচ্চ কয়েক ঘণ্টা ঘুমাতে পারতেন এসব বন্দিরা। খাবার হিসেবে দেওয়া হতো শুকনো ভাত।
সূত্র: মিডল ইস্ট আই
আরও পড়ুন – দ্বিতীয় দফায় মুক্তি দেওয়া হল ৩৯ ফিলিস্তিনিকে