যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, দ্বিতীয় দফায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের কারাগারে আটক থাকা ৩৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। যার মধ্যে ৬ জন নারী ও ৩৩ জন শিশু রয়েছে।
শনিবার রাত ও রবিবার সকালে ২ টি ভাগে এসকল বন্দেিদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানা যায়।
প্রসঙ্গত, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে ইসরাইলের ১৩ জন বন্দীকে মুক্তি দেওয়ার পরপরই তেল আবিবের পক্ষ থেকে এ সকল বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে।মুক্তিপ্রাপ্ত এসব বন্দিদের গ্রহণ ও স্বাগত জানাতে দখলকৃত পূর্ব জেরুজালেমে জড়ো হয় তাদের পরিবারগুলো। তবে তা ছিল অত্যন্ত নিঃশব্দ, কারণ বন্দিদের কেন্দ্র করে উদযাপন নিষিদ্ধ করেছে দখলদার ইসরাইলি বাহিনী।
মুক্তিপ্রাপ্ত এ সকল বন্দীদের মধ্য থেকে উল্লেখযোগ্য একটি নাম হল ইসরা জাবিস। ২০১৫ সালে নিজের গাড়িতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও একজন পুলিশ অফিসারকে আহত করার অভিযোগে আটক করা হয় ৩৭ বছর বয়সী এ নারীকে। তাকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে।
সূত্র: এনডিটি
আরও পড়ুন – ইসরাইলি কারাগারের নির্মমভাবে পেটানোর ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিলো মুক্তিপ্রাপ্ত কিশোর