ইয়েমেনের অদূরে আবার আটক করা হলো এক ইসরাইলী জাহাজ। রবিবার (২৬ নভেম্বর) এডেন উপসাগরে জাহাজটি আটক করা হয়।
সমুদ্র নিরাপত্তা বিষয়ক গোয়েন্দা নজরদারি সংস্থা অ্যাম্ব্রের পক্ষ থেকে এবিষয়ে এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের অদূরে অজ্ঞাতদের হাতে আটক হয়েছে ইসরাইল সংশ্লিষ্ট জোডিয়াক মেরিটাইম কোম্পানির সেন্ট্রাল পার্ক নামী একটি ট্যাংকার জাহাজ।
অপরদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও নাম না প্রকাশের শর্তে সংবাদমাধ্যমকে ইসরাইল সংশ্লিষ্ট জাহাজ আটকের বিষয়টি নিশ্চিত করেন। জাহাজ স্বত্বাধিকারী প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইমের পক্ষ থেকে বলা হয়, তাদের জাহাজটিতে বিভিন্ন দেশের ২২জন কেবিন ক্রু ছিলেন। জাহাজটিতে ফসফরিক অ্যাসিড বহন করে নিয়ে যাওয়া হচ্ছিলো।
ইহুদিবাদী ইসরাইলীর মালিকানায় থাকা লন্ডনভিত্তিক আন্তর্জাতিক জাহাজ ব্যবস্থাপনা কোম্পানিটি ধারণা করছে, এটি জলদস্যুদের কাজ হয়ে থাকতে পারে। কেননা ফসফরিক অ্যাসিডবাহী ট্যাংকারটি সোমালিয়া উপকূলের ৫৪ নটিক্যাল মাইলের মধ্যে থাকা আন্তর্জাতিক জলসীমা দিয়ে অতিক্রম করছিলো। ইয়েমেনের হুথিদের বিষয়েও তারা সন্দেহ প্রকাশ করেছে। কেননা এর আগে ১৯ নভেম্বর ইয়েমেন উপকূলবর্তী লোহিত সাগর থেকে এক ইসরাইলীর আংশিক মালিকানাধীন কার্গো জাহাজ আটক করা হয়েছিলো।
ইয়েমেনের হুথিদের সশস্ত্র সংগঠন আনসারুল্লাহ সেই জাহাজ আটকের দায় স্বীকার করে নিয়েছিলো। সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিলো,গাজ্জায় আমাদের নির্যাতিত ভাইদের সাহায্যার্থে আমরা একটি ইসরাইলী কার্গো জাহাজ আটক করেছি।
অবশ্য ‘সেন্ট্রাল পার্ক’ জাহাজে হামলা ও আটকের দায় এখনো কোনো পক্ষই স্বীকার করে নেইনি। গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে এধরণের ঘটনাকে জাহাজ কোম্পানিটি উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।
উল্লেখ্য, এডেন উপসাগর বিশ্ব বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামুদ্রিক রুট। এটি লোহিত সাগর ও আরব সাগরের মধ্যকার একটি প্রাকৃতিক সামুদ্রিক সংযোগ ও সুয়েজ রুটের অন্যতম অংশ। সমুদ্র পথে ইউরোপকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার সাথে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপসাগরটির এক প্রান্তে আফ্রিকার সোমালিয়া ও জিবুতি আর অপর প্রান্তে ইয়েমেনের ভূখণ্ড। পারস্য উপসাগরীয় প্রাকৃতিক তেলের জন্য এডেন উপসাগর বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। কেননা বিভিন্ন দেশ নিজ নিজ পরিশোধনাগারে সামুদ্রিক অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম সুয়েজ খাল হয়ে সহজে নিয়ে যেতে এই উপসাগরটি ব্যবহার করে থাকে। পরিমাণে যা ১১ শতাংশ।
সূত্র: আনাদোলু
আরও পড়ুন – ইসরাইলি কারাগারের নির্মমভাবে পেটানোর ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিলো মুক্তিপ্রাপ্ত কিশোর