গাজা যুদ্ধের সমাপ্তি ঘটানোই এখন প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি।
আজ সিবিএস নিউজ কে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, আমাদের এখন প্রধান লক্ষ্য হচ্ছে কিভাবে গাজা যুদ্ধের সমাপ্তি ঘটানো যায় এবং এটি যাতে আবার না ঘটে তা নিশ্চিত করা যায়।
তিনি জানান গাজা যুদ্ধের পুনরাবৃত্তি রোধ করার একমাত্র উপায় হল একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানো এবং গাজা ও পশ্চিম তীর মিলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন।
তিনি আরো জানান ফিলিস্তিনি জনগণের দ্বারা নির্বাচিত নেতৃত্বের হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করতে হবে। গাজায় স্থায়ী যুদ্ধ বিরতিরও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন – আসছে ডিসেম্বর মাসে বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলেজ মাঠে বিজয় মেলার আয়োজন করা হচ্ছে