বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি দেশটি ঢাকায় তাদের দূতাবাস বন্ধ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে। এখন থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে বলে জানিয়েছে দেশটি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ২০ নভেম্বর থেকে উত্তর কোরিয়ার দূতাবাস বন্ধ রয়েছে। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক প্রতিনিধিদের মাধ্যমে দূতাবাস বন্ধ করার এই সিদ্ধান্তটি জানিয়ে দেওয়া হয়েছে।
উত্তর কোরিয়া জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি নেপালের দূতাবাসও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে তাদের নয়াদিল্লি মিশন থেকে এই অঞ্চলের কার্যক্রম পরিচালনা করা হবে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়োপ এবং অন্য তিন কর্মকর্তা ২০ নভেম্বর ঢাকা ছেড়ে চলে যান। উল্লেখ্য, উত্তর কোরিয়ায় বাংলাদেশের কোনো দূতাবাস নেই। চীনে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা হয়।
আরও পড়ুন – ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: রিজভী