Saturday, January 4, 2025
spot_img
Homeআন্তর্জাতিকসৌদি পুলিশের বিশেষ অভিযান, ১৬ হাজারেরও বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি পুলিশের বিশেষ অভিযান, ১৬ হাজারেরও বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৬ হাজার ৬৯৫ জন অবৈধ প্রবাসী গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজ এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দেশটির আবাসিক আইন লঙ্ঘনকারী ১০ হাজার ৫১৮ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় ৩ হাজার ৯৫৩ জন ও শ্রম আইনে আরও ২ হাজার ২২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশের সুবিধা দেবে বা তাদের পরিবহন, আশ্রয় বা যে কোনও ধরনের সহায়তা দেবে তাদের সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেইসঙ্গে পরিবহন এবং বাসস্থানও বাজেয়াপ্ত করা হব।

প্রায় তিন কোটি ৪৮ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিক রয়েছে। তাদের মধ্য থেকে সৌদি গণমাধ্যম নিয়মিতভাবে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারের খবর দিয়ে চলেছে।

আরও পড়ুন – সৌদি আরবে একসঙ্গে দুই চাকরি করার সুযোগ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments