গাজায় যুদ্ধবিরতির চতুর্থদিনে ১১ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে ৩৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এরইমধ্যে যুদ্ধবিরতি আরও দুদিন বাড়ানো হয়েছে। এ সময়ে হামাসের হাত থেকে মুক্তি পাবে আরও ২০ ইসরায়েলি জিম্মি। খবর বিবিসি ও আল জাজিরার।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার তিন বছর বয়সী যমজসহ ১১ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তারা সবাই ইসরায়েলি বংশোদ্ভূত দ্বৈত নাগরিকত্বের অধিকারী। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৯ টি শিশু ও দুই নারী রয়েছেন।
যুদ্ধবিরতির প্রথম চারদিনে এ নিয়ে ৫০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস যোদ্ধারা। ৫০ ইসরায়েলিসহ মোট জিম্মি মুক্তি দেওয়া হয়েছে ৬৯ জন। বাকি ১৯ জন থাই, ফিলিপিনো, রুশ ও মার্কিন নাগরিক।
এদিকে সর্বশেষ ৩৩ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এদের মধ্যে ৩০ জন শিশু, যাদের বয়স ১৮ বছরের নিচে এবং তিন জন নারী। তাদের পশ্চিমতীরের আফার কারাগার ও জেরুজালেমের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এ নিয়ে চারদিনে ১৫০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তবে এদের মধ্যে ৯৮ জনকে বিনা বিচারে আটক রাখা হয়েছিল।
ইসরায়েলি সূত্র জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে ১১৯ জন শিশু এবং ৩১ জন নারী। এদিকে যুদ্ধবিরতি দুইদিন বাড়ানোয় হামাস আরও ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে ৬০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, আগামী দুই দিনের মধ্যে হামাস আরও ২০ জন নারী ও শিশুকে মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই খাদ্য, জ্বালানি ও ওষুধসহ মানবিক ত্রাণের আরও বেশ কিছু ট্রাক সোমবার গাজা উপত্যকায় প্রবেশ করেছে।