Wednesday, January 1, 2025
spot_img
Homeখেলাধুলামাগুরার নির্বাচনী এলাকায় ভালোবাসায় সিক্ত সাকিব

মাগুরার নির্বাচনী এলাকায় ভালোবাসায় সিক্ত সাকিব

খেলার মাঠ ছেড়ে নির্বাচনী মাঠে এবার ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগেও নিজ এলাকা মাগুরায় তিনি গিয়েছেন, তবে সেটা ছিল ক্রিকেটার পরিচয়ে। আর এবার তো রাজনৈতিক মাঠের সাকিব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দম ফেলার সুযোগ নেই সাকিব আল হাসানের। আজ মাগুরায় গিয়েছেন তিনি। সেখানে গণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

ইনজুরির কারণে বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন সাকিব। বর্তমান সময়ের পুরোটাই রাজনীতিতে কাটছে তার। ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছেন। তারই অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন দেশের ইতিহাসের সেরা এই অলরাউন্ডার।

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৮ নভেম্বর তিনটি আসন থেকে মনোনয়ন প্রাপ্তির আবেদন করেছিলেন সাকিব। আসনগুলো হলো মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০। শেষ পর্যন্ত মাগুরা-১ আসনের মনোনয়ন দেওয়া হয়েছে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারকে।

মনোনয়ন পাওয়ার পর আজ প্রথমবারের মতো নির্বাচনী এলাকা মাগুরার-১ এর উদ্দেশ্যে বিশাল গাড়িবহর নিয়ে ঢাকা ছাড়েন সাকিব। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাকিবের গাড়িবহরটি পদ্মা সেতু দিয়ে মাগুরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

বেলা ১২টার দিকে মাগুরায় পৌঁছায় সাকিবের গাড়িবহর। সে সময় গড়াই নদীর ব্রিজ থেকে সাকিবকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। সাকিবকে বরণ করে নিতে সেখানে কয়েকশত মোটরসাইকেল আর প্রাইভেটকারের শো ডাউন দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন সাকিবের বাবা মাশরুর রেজা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments