Saturday, January 4, 2025
spot_img
Homeআন্তর্জাতিকমালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি নিহত, আরো নিখোঁজ

মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি নিহত, আরো নিখোঁজ

মালয়েশিয়ার পেনাংয়ে একটি নির্মাণাধীন ভবন ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন শ্রমিক নিখোঁজ রয়েছে। নিহতরা বাংলাদেশি নাগরিক বলে পেনাংয়ের এক সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন। এ ঘটনায় অন্তত নয়জন শ্রমিক ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েন। নিখোঁজদের মধ্যে আরো বাংলাদেশি থাকতে পারেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মধ্যে ১২ জন শ্রমিক কে জীবিত উদ্ধার করা হয়েছে।

দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে।মোহাম্মদ উসুফ জানিয়েছেন, প্রথমে প্রায় ১২ মিটার লম্বা এবং প্রায় ১৪ টন ওজনের একটি বিম পড়ে যায়। এরপর আরো ১৪টি বিম ভেঙে পড়ে।

ঘটনাস্থলে ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। মোহাম্মদ উসুফ বলেন, এখন পর্যন্ত তারা নিহত তিনজনকে শনাক্ত করেছেন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। গুরুতর আহত আরো দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, তাদের ধারণা ধসে পড়া কাঠামোর নিচে আরো তিনজন এখনো আটকা আছে। এসব শ্রমিকরা সবাই বাংলাদেশি নাগরিক।

পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের উপ-পরিচালক জুলফাহমি সুতাজি বলেন, ভবনের কাঠামোর ওজনের কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। ভারী স্থাপনা অপসারণ এবং ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর জন্য বড় যন্ত্র প্রয়োজন। অনুসন্ধান ও উদ্ধার কাজ অব্যাহত আছে।

আরও পড়ুন – অবশেষে ১৭ দিন পর সুড়ঙ্গে আটকেপড়া ৪১ শ্রমিক উদ্ধার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments