Sunday, December 29, 2024
spot_img
Homeআন্তর্জাতিকআমার মেয়ে রাজকন্যার মতো ছিল, হামাসকে ইসরায়েলি নারী

আমার মেয়ে রাজকন্যার মতো ছিল, হামাসকে ইসরায়েলি নারী

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সামরিক বাহিনীর হাতে বন্দি থাকা ইসরাইলি নারী ড্যানিয়েল অ্যালোনি তার প্রতি সদয় ও মানবিক আচরণ করার জন্য হামাস যোদ্ধাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

অ্যালোনি বন্দি থাকা অবস্থায় হিব্রু ভাষায় চিঠি লিখে হামাসের প্রতি কৃতজ্ঞতা জানান বলে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো খবর দিয়েছে।

চিঠিতে তিনি লেখেন,“বিগত কয়েক সপ্তাহে (হামাসের) যেসব জেনারেল আমাদেরকে সঙ্গ দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি। মনে হচ্ছে আমরা আগামীকাল চলে যাচ্ছি, কিন্তু আমি আমার অন্তরের অন্তঃস্তল থেকে আপনাদের ধন্যবাদ দিতে চাই। আমার মেয়ে এমিলিয়ার প্রতি অসাধারণ মানবিকতা দেখিয়েছেন। আপনারা তার সঙ্গে প্রকৃত অভিভাবকের মতো আচরণ করেছেন, যখনই সে আসতে চেয়েছে আপনারা তাকে আপনাদের রুমে ডেকে নিয়েছেন।

সে আমাকে বলেছে যে, আপনারা সবাই শুধু তার বন্ধুতেই পরিণত হননি বরং সত্যিকার অর্থে আন্তরিক ভালোবাসার মানুষ হয়ে উঠেছেন। আপনাদেরকে ধন্যবাদ, ধন্যবাদ এবং ধন্যবাদ; আপনারা তাকে মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করেছেন। ধৈর্য ধরে তার কথা শোনার জন্য এবং তাকে মিষ্টি ও ফলসহ অন্যান্য খাবার দিয়ে আপ্যায়ন করার জন্য ধন্যবাদ; যদিও এসব খাবার আপনারা সরবরাহ করার চেষ্টা করেও সব সময় পেরে ওঠেননি।

যুদ্ধের এলাকাগুলোতে শিশুদের থাকা উচিত নয়, কিন্তু আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং এখানে আসার পথে যেসব সহৃদয় মানুষের সঙ্গে দেখা হয়েছে তাদের সবাইকে। আমার মেয়ে গাজায় রানীর মতো থেকেছে এবং সার্বিকভাবে তার কাছে মনে হয়েছে সে সবার মধ্যমণি হয়ে উঠতে পেরেছে।

আমাদের দীর্ঘ সফরে সামরিক বাহিনীর সদস্য থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দসহ যাদের সঙ্গে দেখা হয়েছে তাদের মধ্যে একজন মানুষও আমরা পাইনি যে কিনা আমাদের সঙ্গে ভদ্র, যত্নবান ও আন্তরিক ছিলেন না।

আমি চিরকাল একজন কৃতজ্ঞ পণবন্দি হয়ে থাকব এজন্য যে, আমার মেয়ে কোনো স্থায়ী মানসিক ট্রমা নিয়ে গাজা ত্যাগ করছে না। আপনাদেরকে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং গাজায় আপনাদের যে মারাত্মক ক্ষতি হয়েছে তা সত্ত্বেও আমাদের প্রতি আপনাদের সদয় আচরণ আমরা আজীবন মনে রাখব।

আমরা যদি এই পৃথিবীতে সত্যিকার বন্ধু হয়ে থাকতে পারতাম! আমি আপনাদের সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি। আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য রইল ভালোবাসা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।”

-ড্যানিয়েল এবং এমিলি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments