যুদ্ধবিরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অবরুদ্ধ গাজায় ফের ভয়াবহ হামলা শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।
গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার পাশাপাশি চলছে রকেট হামলা। গাজার কেন্দ্রস্থলে নুসেইরাত এবং বুরেইজি শরণার্থী শিবিরের সামনে অবস্থানরত ট্যাংকগুলো থেকে চলছে গোলাবর্ষণ।
তেমনি হামাসও থেমে নেই। জবাবে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসসামও তীব্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।
ইসরাইলি বাহিনীর হামলায় ৩ ঘণ্টার মধ্যে অন্তত ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৭টায় দ্বিতীয় দফায় বাড়ানো এক দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়।