গাজা উপত্যকায় সহিংসতা বন্ধ করার জন্য দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে কাতার। ১ ডিসেম্বর, শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। উপসাগরীয় এই দেশটি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ বিরতির মধ্যস্থতা করে আসছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়া মাত্রই বোমা হামলা শুরু করা মধ্যস্থতার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। এছাড়া এই সংঘাত অবরুদ্ধ এই ছিটমহলের মানবিক বিপর্যয়কে আরও বাড়িয়ে তুলবে। আমরা এই সহিংসতা বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা, সামষ্টিক শাস্তির অনুশীলন এবং অবরুদ্ধ গাজা উপত্যকার নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টার নিন্দা জানাচ্ছি। আমরা অবিলম্বে যুদ্ধবিরতির দাবি করছি।’
প্রথমে ২৪ নভেম্বর থেকে ৪ দিনের সাময়িক যুদ্ধবিরতি দেওয়া হয়। এরপর দুই দিন এবং ১ দিন করে মোট ৩ দিন এটি বাড়ানো হয়েছিল। অবশেষে ১ ডিসেম্বর এক সপ্তাহের এই অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। তারপরই নতুন করে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, যুদ্ধবিরতিতে ফিরে আসার জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। এক সপ্তাহের এই যুদ্ধবিরতির সময় ৮০ জন জিম্মির বিনিময়ে ২৪০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।
সূত্র: ডেইলি সাবাহ