রেপো ও তারল্য ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়া অব্যাহত রেখেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। গতকাল সোমবার একদিনে ৩৮টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বাংলাদেশ ব্যাংক থেকে ১৫ হাজার ১২০ কোটি টাকা নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, তারল্য সংকটের মধ্যে কয়েক মাস ধরে প্রতিদিন তারল্য সহায়তা নিচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো।
এছাড়া মঙ্গলবার দেশের ৬১টি ব্যাংকের মধ্যে প্রায় অর্ধেকই বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।অস্থিতিশীল বৈদেশিক মুদ্রা বাজার, উচ্চ মূল্যস্ফীতি, সরকারি ট্রেজারি বিলের ক্রমবর্ধমান সুদের হার ও পলিসি রেট বৃদ্ধির কারণে সামগ্রিক ব্যাংকিং খাতে কঠোর তারল্য পরিস্থিতি তৈরি হয়েছে।
ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়, ঋণের হারের সীমা প্রত্যাহারের পর আমানতের সুদহার বেড়েছে। ফলে, বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছে।
আরও পড়ুন – আগের চেয়ে নভেম্বরে কমল প্রবাসীর আয়