সৌদি আরবের বুরাইদা শহরে সড়ক দুর্ঘটনায় সুমন নামে এক বাংলাদেশী প্রবাসী নিহত হয়েছেন। শনিবার আল কাসিম, বুরাইদা শহরের একটি পার্শ্ব রাস্তা থেকে মোটরযানে করে মূল সড়কে উঠতেই বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার সফিক উল্ল্যার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আর্থিক স্বচ্ছতা ফেরাতে সৌদি আরব যান সুমন। পরিবার-পরিজন নিয়ে ভালোই কাটছিল সংসার। তার স্ত্রী ও তিন মেয়ে আছে। তাদের মধ্যে ৫ বছর ও আড়াই বছরের দুই শিশুও আছে। সবাইকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন প্রবাসী সুমন। আর ছেলের মর্মান্তিক মৃত্যুর খবরে মা-বাবাও শোকে এখন পাগলপ্রায়।
নিহতের নিকটাত্মীয় রিপন জানান, সুমনের মৃতদেহ সৌদির একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার পরিবার ভীষণ অসচ্ছল, লাশ দেশে ফেরাবার সামর্থ্য তাদের নেই। এজন্য সৌদির বাংলাদেশ দূতাবাস এবং সরকারের বিশেষ সহযোগিতা চায় তারা।