Wednesday, January 1, 2025
spot_img
Homeবাংলাদেশআড়াই বছর পর কারামুক্ত মাওলানা আমির হামজা

আড়াই বছর পর কারামুক্ত মাওলানা আমির হামজা

প্রায় আড়াইবছর পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি পার্ট-০৪ থেকে জামিনে মুক্তি পেয়েছেন ইসলামী বক্তা আমির হামজা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তার জামিনে মুক্তির তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

জেল সুপার বলেন, মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র আমাদের কাছে পৌঁছানোর পরে যাচাই বাছাই শেষে আনুমানিক ১২টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

উল্লেখ্য, মুফতি আমীর হামজাকে ২০২১ সালের ২৪ মে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়ি থেকে আটক করে। এর পর থেকে তিনি কারাগারেই ছিলেন। অবশেষে ২ বছর ৬ মাস ১৪ দিন পর কারামুক্ত হলেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments