Saturday, January 4, 2025
spot_img
Homeআন্তর্জাতিকতিনদিনে ইসরায়েলের ৭৯টি সামরিক যান ধ্বংস করল হামাস

তিনদিনে ইসরায়েলের ৭৯টি সামরিক যান ধ্বংস করল হামাস

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, গত তিনদিনে তাদের যোদ্ধারা দখলদার ইসরায়েলি সেনাদের ৭৯টি সামরিক যান ধ্বংস করেছে। এগুলোর মধ্যে কয়েকটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। বাকিগুলো আংশিক ধ্বংস হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে আল-কাসেম ব্রিগেডস আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা সিটির শেখ রেদওয়ান এলাকার একটি সুড়ঙ্গের প্রবেশদ্বারে ‘বুবি ট্র্যাপ’ স্থাপন করেছিল। ইসরায়েলি সেনারা যখন ওই সুড়ঙ্গের কাছে অগ্রসর হয় তখন সেটি উড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজন সেনা আহত অথবা নিহত হয়েছেন।

এর আগে আলাদাভাবে এক বিবৃতিতে আল-কাসেম ব্রিগেডস দাবি করেছিল, উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়ির ভেতর অবস্থান নিয়েছিল ইসরায়েলি সেনারা। ওই বাড়ির ভেতর তাদের যোদ্ধারা হামলা চালিয়েছিল। এতে বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানায়নি হামাস।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালান হামাসের যোদ্ধারা। তাদের সেই হামলায় সেদিন প্রায় ৩০০ ইসরায়েলি সৈন্য নিহত হন। এরপর গাজায় স্থল অভিযানে অংশ নেওয়া আরও প্রায় ৮০ সেনা প্রাণ হারিয়েছেন। সবমিলিয়ে গত দুই মাসে হামাসের হাতে প্রাণ গেছে চারশরও বেশি দখলদার ইসরায়েলি সেনারা।

অপরদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট গত মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, যুদ্ধে হামাসের ৫ হাজার যোদ্ধা নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments