গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অথবা ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ, এ দুটি সংগঠনের মধ্যে কোনটিই নির্মূল করতে পারবে না ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল বলে মতামত প্রকাশ করেছেন দেশটির সেনাবাহিনীর সাবেক ডেপুটি চিফ অফ স্টাফ ইয়ার গোলান।
সেই সঙ্গে জাতীয় ঐক্য পার্টির প্রধান, বেনি গ্যান্টজ ও ইয়েশ অটিদ পার্টির ইয়ার ল্যাপিডকে ‘উগ্রবাদের কেন্দ্রস্থল’ বলেও উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার (৮ ডিসেম্বর) ইসরাইলের দৈনিক সংবাদপত্র হারেৎজ এ বিষয়টি জানিয়েছে।
ইয়ার গোলান বলেছেন, “নিকট ভবিষ্যতে হামাসের শাসন বিলুপ্ত হবে না। সেই সঙ্গে হামাসের উপর চাপ প্রয়োগ করলেও তার শক্তিকে টুকরা টুকরা করা অসম্ভব। তাই এই মুহূর্তে আমাদের উচিত মানবিক বিষয়ের প্রতি নজর দেওয়া। আমাদের উচিত বন্দিদের মুক্ত করা ও গাজায় যুদ্ধ সামগ্রীর বদলে মানবিক সামগ্রী পৌঁছে দেওয়া। এখানে সামরিক নাটকের মঞ্চস্থ করা প্রত্যাশিত নয়।”
তিনি আরো বলেন, যদিও এই মুহূর্তে গাজার উত্তর অঞ্চল নিয়ন্ত্রণ করছে ইসরাইল বাহিনী, তবে তারা হামাসের তীব্র প্রতিরোধের সম্মুখীন হচ্ছে।
উল্লেখ্য, দৈনিক হারেৎজ এর মতে একটি নতুন দল তৈরি করতে যাচ্ছেন ইয়ার গোলান। এটি একটি ইহুদিবাদী দল হবে। পাশাপাশি বামপন্থার রাজনীতি অবলম্বন করবে।
সূত্র: মিডল ইস্ট মনিটর ও দৈনিক হারেৎজ