স্বাস্থ্যের অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
১১ ডিসেম্বর, সোমবার সন্ধ্যা ৬টার দিকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
গত ৯ আগস্টথেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। এর মধ্যে তাকে কয়েকবার সিসিইউতে নেওয়া হয়।
৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন। খালেদা জিয়ার সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তদারকি করছেন।