অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ। বুধবার (১৩ ডিসেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে এ প্রস্তাবটি পাস হয়।
এর আগে, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব তোলে মৌরিতানিয়া ও মিশর। যেখানে ১৫৩ টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবের বিপক্ষে আমেরিকা ও ইসরাইলসহ আরও ১০টি দেশ অবস্থান নিয়েছে। সেই সঙ্গে ভোটাভুটি থেকে বিরত ছিল ২৩ টি দেশ।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদে কোনও একটি প্রস্তাব পাস হওয়া বা না হওয়া রাজনৈতিকভাবে যথেষ্টভাবে গুরুত্ব বহন করলেও এই প্রস্তাব মানা কোনো দেশের জন্য বাধ্যতামূলক নয়।