কুয়েতের আমির মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুয়েতের আমির নাওয়াফ আহমাদ জাবির আস-সাবাহ। আজ (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন।
ফারস নিউজ এজেন্সি ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হয়েছে, কুয়েতের আমিরের মৃত্যুতে সেদেশের সব চ্যানেল তাদের নির্ধারিত সকল অনুষ্ঠান বন্ধ করে দিয়ে কেবল কোরআন তেলাওয়াত সম্প্রচার করছে।
কুয়েতের পাশাপাশি সৌদি আরব এবং কাতারের সরকারি টিভি চ্যানেলগুলোও তাদের নির্ধারিত অনুষ্ঠানমালা বন্ধ করে দিয়ে কোরআন তেলাওয়াত সম্প্রচার করছে।