অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক তিন ইসরাইলি বন্দিকে হামাস যোদ্ধা ভেবে তাদেরকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা।
ইসরাইলি সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি শুক্রবার রাতে এই খবর নিশ্চিত করে বলেছেন, এই ‘বেদনাদায়ক ঘটনার’ পূর্ণ দায় স্বীকার করছে দখলদার বাহিনী।
শুক্রবার সকালে উত্তর গাজার শুজাইয়া এলাকায় এ ঘটনা ঘটেছে জানিয়ে হ্যাগারি বলেছেন, ঘটনার সময় ওই এলাকায় বহু ফিলিস্তিনি যোদ্ধার সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘর্ষ হচ্ছিল। গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে শুজাইয়া এলাকায় হামাসের কঠোর প্রতিরোধের মুখে পড়ে দখলদার সেনারা এবং দু’দিন আগে ওই এলাকায় এক হামলায় একজন কর্নেল ও একজন লে. কর্নেলসহ ১০ ইসরাইলি সেনা নিহত হয়েছিল।
ওই হামলার আগে তেল আবিব দাবি করেছিল, তারা হামাসের শুজাইয়া ব্যাটেলিয়নকে ‘তছনছ’ করে দিয়েছে।
নিজেদের গুলিতে নিহত ২৮, ২২ ও ২৬ বছর বয়সি ওই তিন ইহুদিবাদী যুবককে বেসামরিক নাগরিক হিসেবে পরিচয় দিয়েছে ইসরাইলি বাহিনী; যদিও এর আগে হামাস বলেছিল, তাদের হাতে আর কোনো বেসামরিক বন্দি নেই।
ওই তিন পণবন্দিকে গুলি করে হত্যা করার সময় তারা মুক্ত অবস্থায় বিচরণ করছিল জানিয়ে হ্যাগারি বলেন, তারা হয়তো হামাসের হাত থেকে পালিয়ে এসেছিল অথবা হামাসের যোদ্ধারা তাদেরকে ছেড়ে দিয়েছিল। এ অবস্থায় তাদেরকে ইসরাইলি সেনারা হামাস যোদ্ধা ভেবে গুলি করে হত্যা করে।