ওমানি নাগরিককে জবাই করে হত্যার অপরাধে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে। বুধবার ২৬ বছর বয়সী ইব্রাহিম নামে ওই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
প্রবাসী ইব্রাহিমের বাড়ী ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কাইমপুর এলাকায়। এর আগে ২০২০ সালের ১১-এপ্রিল ওমানের মাসিরাহ দ্বীপে সাহালম হাদ্দুম নামে এক ওমানিকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হন তিনি। পরে চলতি বছর ২৯-জুন ইব্রাহিমকে মৃতদন্ডের রায় দেন আদালত।
ঘটনার দিন আনুমানিক রাত ২টার দিকে ফের ওই ওমানির ঘরে হাতেনাতে ধরা পরে অপরাধী। আচমকা তারা দুইজন মিলে ছুরি দিয়ে ওমানি এবং তার স্ত্রীকে আঘাত করলে ঘটনাস্থলেই ওমানির মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় ওমানির স্ত্রীকে মাসিরাহ হসপিটালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরেই সর্বশেষ বুধবার ইব্রাহিমের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।