Wednesday, January 1, 2025
spot_img
Homeআন্তর্জাতিকসৌদিতে দুই বাংলাদেশিকে হত্যা, ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ পেল পরিবার

সৌদিতে দুই বাংলাদেশিকে হত্যা, ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ পেল পরিবার

সৌদি আরবে খুনিদের কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ পেল ভুক্তভোগী দুটি বাংলাদেশি পরিবার। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর মধ্যস্থতায় সৌদিতে নিহত দুই বাংলাদেশি পরিবারের অনুকূলে ক্ষতিপূরণের প্রায় ৩০ কোটি টাকা আদায় করা হয়েছে।

সৌদি আরবে কোনো বাংলাদেশির অনুকূলে এটাই সর্বোচ্চ ‘ব্লাডমানি’ বা ‘রক্তপণের’ বিনিময়ে ক্ষতিপূরণ আদায় বলে জানিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস। বুধবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, ২০০৬ সালে দাম্মামে নিহত সাগর পাটোয়ারীর পরিবারকে ৫১ লাখ সৌদি রিয়াল এবং ২০১৯ সালে রিয়াদে নিহত আবিরণের পরিবারকে ৪৮ লক্ষ ৮০ হাজার সৌদি রিয়াল ক্ষতিপূরণ বাবদ বিতরণের জন্য প্রেরণ করা হয়েছে।

কুমিল্লা জেলার সাগর পাটোয়ারী ২০০৬ সালে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দাম্মাম শহরে নিহত হন। এ ঘটনায় সৌদি নাগরিক উমর আল শাম্মেরিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আদালত ২০২১সালে শাম্মেরির বিরুদ্ধে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে।

অভিযুক্তের পিতা অর্থের বিনিময়ে মৃত্যুদণ্ডের দাবী প্রত্যাহারের আপোস প্রস্তাব করলে পাটোয়ারীর ওয়ারিশগন সম্মত হন। আদালত অভিযুক্তের পরিবারের নিকট থেকে রক্তপণের চেক গ্রহণ করে মামলার চূড়ান্ত নিষ্পত্তি করেন। ৬ ডিসেম্বর দূতাবাসের ব্যাংক হিসাবে ৫১ লাখ রিয়াল জমা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments