Wednesday, January 8, 2025
spot_img
Homeআন্তর্জাতিককাতারে দূতাবাসের বিশেষ সেবা সপ্তাহ, আইনি সহায়তা পাচ্ছেন প্রবাসীরা

কাতারে দূতাবাসের বিশেষ সেবা সপ্তাহ, আইনি সহায়তা পাচ্ছেন প্রবাসীরা

দ্রুত ও সহজে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে কাতারে বাংলাদেশ দূতাবাসে চলছে কনস্যুলার সেবা সপ্তাহ। গত রোববার থেকে শুরু হওয়া এই কনস্যুলার সেবা সপ্তাহ শেষ হবে বৃহস্পতিবার।

উপলক্ষ্যে মঙ্গলবার দোহার আল হেলাল বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণ নতুনরূপে সাজানো হয়। এছাড়া এদিন স্থানীয় সময় দুপুর একটায় দূতাবাস চত্বরে আয়োজিত সেবা সপ্তাহের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

পাসপোর্ট আবেদন, গ্রহণ ও বিতরণ কার্যক্রম, আইনি সহায়তা ও পরামর্শ দান, ডিটেনশন সেন্টার ও অসুস্থ প্রবাসীদের দেখতে হাসপাতাল পরিদর্শন ও কারাবন্দি বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎসহ প্রবাসীদের প্রয়োজনীয় নানা সেবা দিচ্ছে দূতাবাস।

বিপুলসংখ্যক সেবা প্রত্যাশী প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা আয়োজনে উপস্থিত থাকছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments