দ্রুত ও সহজে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে কাতারে বাংলাদেশ দূতাবাসে চলছে কনস্যুলার সেবা সপ্তাহ। গত রোববার থেকে শুরু হওয়া এই কনস্যুলার সেবা সপ্তাহ শেষ হবে বৃহস্পতিবার।
পাসপোর্ট আবেদন, গ্রহণ ও বিতরণ কার্যক্রম, আইনি সহায়তা ও পরামর্শ দান, ডিটেনশন সেন্টার ও অসুস্থ প্রবাসীদের দেখতে হাসপাতাল পরিদর্শন ও কারাবন্দি বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎসহ প্রবাসীদের প্রয়োজনীয় নানা সেবা দিচ্ছে দূতাবাস।
বিপুলসংখ্যক সেবা প্রত্যাশী প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা আয়োজনে উপস্থিত থাকছেন।