কুয়েতে বসবাসরত বেসরকারি খাতের কর্মীদের জন্য পার্টটাইম কাজের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। এখন থেকে বর্তমান প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে পার্টটাইম কাজের সুযোগ পাবেন কুয়েত প্রবাসীরা। নিয়মটি নতুন বছর থেকেই অনুমোদন দিতে যাচ্ছে দেশটির সরকার।
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ মূল নিয়োগকর্তার অনুমোদন নিয়ে তৃতীয় পক্ষের সঙ্গে খণ্ডকালীন চাকরির অনুমতি দিয়ে এ সিদ্ধান্ত জারি করেন।
সিদ্ধান্ত অনুযায়ী, কর্মীরা সর্বোচ্চ চার ঘণ্টা কাজ করতে পারবেন। যদি তারা মূল নিয়োগকর্তার কাছ থেকে একটি খণ্ডকালীন কাজের অনুমতি পান। এটি শুধুমাত্র বেসরকারি খাতে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কুয়েতের মধ্যে বিদ্যমান কর্মশক্তিকে ব্যবহার করতে, জনসংখ্যাগত ভারসাম্যহীনতা মোকাবিলায় এবং বর্তমান শ্রমবাজারের চাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়।
ডিসেম্বর মাসের প্রথম তিন সপ্তাহেই আবাসন এবং শ্রম আইন লঙ্ঘন করার অভিযোগে প্রায় সাড়ে তিন হাজার প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা যায়। তবে এ বিষয়ে আর কোনো বাধা থাকলো না সরকারের পক্ষ থেকে। কুয়েত কর্তৃপক্ষের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, নতুন বছরের শুরুতে পার্টটাইম কাজের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির সরকার।