সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বলেছে, সৌদি আরবে গত এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি। ৪ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবরে বলা হয়, গত এক সপ্তাহে ১৮ হাজার ৫৩৮ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৯ হাজার ৯২৭ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।খবরে
আরও বলা হয়, সৌদির আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৪৭ জন, সীমান্ত সুরক্ষা আইনে ৪ হাজার ২৯৯ জন এবং শ্রম আইনের আওতায় ৩ হাজার ১৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্রঃ গালফ নিউজ