নাগরিকত্ব আইন আরও সহজ করছে জার্মানি। এতে আগের তুলনায় আরও কম সময়ে নাগরিকত্ব পাবেন অভিবাসীরা। শুধু তাই নয়, দ্বৈত নাগরিকত্বের উপর নিষেধাজ্ঞাও তুলে নিতে নতুন আইন অনুমোদন করেছেন জার্মান পার্লামেন্ট।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শ্যুলজের নেতৃত্বাধীন সামাজিকভাবে উদারপন্থী জোট নাগরিকত্ব বিষয়ে নতুন বিলটি পার্লামেন্টে উত্থাপন করে। পরে শুক্রবার সেটি ৩৮২-২৩৪ ভোটে পাস হয়। ভোটদানে বিরত ছিলেন ২৩ আইনপ্রণেতা।
নতুন আইনে জার্মানিতে বর্তমানে আট বা ছয় বছরের পরিবর্তে পাঁচ বছর বা তিন বছর দেশটিতে অবস্থানের মাথায় নাগরিকত্ব পাবেন অভিবাসীরা।অর্থাৎ, জার্মানিতে পাঁচ বছর ধরে বসবাস করছেন, এমন বিদেশিরা ইচ্ছে করলে জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আগে আট বছর সময় লাগত। এছাড়া অভিবাসীদের জার্মান সমাজে অন্তর্ভুক্ত হওয়ার ‘বিশেষ যোগ্যতা’ অর্জন করলেই নাগরিকত্ব মিলবে তিন বছরে।
এছাড়া জার্মানিতে জন্ম নেওয়া প্রবাসীদের সন্তানরা স্বয়ংক্রিয়ভাবেই নাগরিক হয়ে উঠবে। যদি তার মা-বাবার যেকোনো একজন বৈধভাবে অন্তত পাঁচ বছর ধরে দেশটির বাসিন্দা হয়ে থাকেন। এক্ষেত্রে সময় আট বছর থেকে কমানো হয়েছে।দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে প্রথাগতভাবে শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকদের জন্য এতদিন সুযোগ ছিল।
এখন থেকে যেকোনো দেশ থেকে আসা একজন অভিবাসী, দ্বৈত পাসপোর্ট রাখার সুযোগও পাবেন নতুন আইনে।
নতুন নাগরিকত্ব আইনকে স্বাগত জানিয়ে চ্যান্সেলর শ্যুলজ বলেছেন, এই আইনটি তাদের জন্য যারা জার্মানিতে দশকের বেশি সময় ধরে বসবাস ও কাজ করছেন।
তিনি বলেন, নতুন নাগরিকত্ব আইনের মাধ্যমে যারা জার্মানিতে কয়েক দশক ধরে বসবাস করেছেন আমরা সবাইকে বলছি, আপনি জার্মানির একজন গর্বিত বাসিন্দা।
শ্যুলজ সরকারের নতুন নাগরিকত্ব আইনের সমালোচনা করেছে প্রধান বিরোধী জোট মধ্য-ডান ব্লক। তাদের মতে, নতুন আইন জার্মান নাগরিকত্বকে সস্তা বানিয়ে দেবে।
সূত্রঃ আল জাজিরা ও বিবিসি