Sunday, December 29, 2024
spot_img
Homeআন্তর্জাতিককাতারে কোরআন প্রতিযোগিতায় ১০টি পুরস্কারের মধ্যে ৬টিই জিতেছে বাংলাদেশ

কাতারে কোরআন প্রতিযোগিতায় ১০টি পুরস্কারের মধ্যে ৬টিই জিতেছে বাংলাদেশ

কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের ধারাবাহিক সুখ্যাতি সবারই জানা আছে। তবে এবার তারা যে সাফল্য অর্জন করেছেন, তা অকল্পনীয়। কাতারে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় তিনটি গ্রুপের মধ্যে বিদেশিদের জন্য নির্ধারিত দুইটি গ্রুপে রয়েছে মোট ১০টি পুরস্কার। তার মধ্যে ৬টিই জিতেছে বাংলাদেশি হাফেজরা। তার মধ্যে দুটি গ্রুপে প্রথমও হয়েছেন তারা।

স্থানীয় সময় গত বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে লুসাইলের রিটজ কার্টলন হোটেলে বিজয়ী হাফেজদের সম্মাননা প্রদান উপলক্ষে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী সাইয়েদ ঘানেম বিন শাহীন আল-ঘানেম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।কাতারের স্থপতি শায়খ জাছিম বিন মোহাম্মদ বিন ছানির নামে দেশটিতে প্রতিবছর সরকারিভাবে জাতীয় পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজিত হয়। এ বছর এটি ছিল এই প্রতিযোগিতার ২৯তম আসর।

প্রতিবছরের মতো এবারও মোট তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম গ্রুপ- আল মুআতিনুন। এখানে শুধু কাতারিরা অংশ নেন। দ্বিতীয় গ্রুপ- খাওয়াচ্ছুল হুফফাজ। যেসব হাফেজ কাতার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে চাকরি করেন, তারা এটিতে অংশ নেন। আর যারা ধর্ম মন্ত্রণালয়ের অধীনের বাইরে চাকরি করেন, তাদের জন্য নির্ধারিত গ্রুপটি হলো- উমুমুল হুফফাজ।

তৃতীয় গ্রুপ উমুমুল হুফফাজে প্রথম হয়েছেন ঢাকার কেরানীঞ্জ থানার কলমার চর গ্রামের মরহুম হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ এনামুল হাসান, দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের আবু দোজানা মোহাম্মদ ঈসা ইবরাহিম, তৃতীয় হয়েছেন বাংলাদেশের হেদায়েতুল্লাহ হেমায়েতুল্লাহ, চতুর্থ হয়েছেন মিসরের মাহমুদ আহমাদ ফাতহি ওসমান ও পঞ্চম হয়েছেন বাংলাদেশের মাসউদ আহমাদ।

পুরস্কার হিসেবে তারা পেয়েছেন ১ লাখ কাতারি রিয়াল (প্রায় ৩৩ লাখ টাকা), ৮৫ হাজার কাতারি রিয়াল, ৭০ হাজার কাতারি রিয়াল, ৬০ হাজার কাতারি রিয়াল ও ৫০ হাজার কাতারি রিয়াল।

দ্বিতীয় গ্রুপ- খাওয়াচ্ছুল হুফফাজে প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশের উসামা মাওলানা মোহাম্মদ শিহাবুদ্দীন, দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের উসামা সিদ্দিক মৌলভি, তৃতীয় স্থান অধিকার করেছেন জর্ডানের মোহাম্মদ ফাউজি আব্দুর রহিম জাবের, চুতুর্থ স্থান অর্জন করেছেন ইয়েমেনের ইমাদ মোহাম্মদ আহমাদ আব্দুল্লাহ ও পঞ্চম স্থান অধিকার করেছেন পাকিস্তানের মোহাম্মদ কারী মোহাম্মদ সিদ্দিক রশিদ।

উমুমুল হুফফাজ গ্রুপে প্রথম স্থান অর্জনকারী মোহাম্মদ এনামুল হাসান দেশের নাম উজ্জ্বল করতে পেরে আনন্দিত। তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমাকে এক নাম্বার করেছেন।আল্লাহ আপনাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে উত্তম বিনিময় দান করুন। আমীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments