গত ১৪ জানুয়ারি রাতে কাতারের রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকার ঘরোয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ‘সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে’- শীর্ষক স্বাস্থ্যবিষয়ক সেমিনার।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোস্যাল কমিউনিটি কাতার এর সভাপতি ও কাতারস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের শিক্ষক মুহাম্মদ আবদুর রহমান হানিফ। প্রধান আলোচক ছিলেন দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিন ইউ,এস,এ এর কনসাল্টেন্ট প্রফেসর ড. মুজিবুল হক।
সেমিনারের আলোচনা বিষয় ছিল পুষ্টি ও বিজ্ঞানভিত্তিক গাইডলাইন। দর্শক ও শ্রোতার বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক প্রশ্নের প্রাকৃতিক উপায়ে সমাধানের উপযুক্ত পরামর্শ দেন ড. মুজিবুল হক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কাতারস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক ও কাতার ট্রাফিক বিভাগের কর্মকর্তা আবদুল আলীম আজহারী।
অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রভাষক রায়হান কাদের, ফরহাদ উদ্দিন, শিক্ষক রফিকুল ইসলাম ও মোস্তাহিদুর রহমান এবং বাংলাদেশ সোস্যাল কমিউনিটি কাতার এর সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার সোহাগ।