Monday, April 7, 2025
spot_img
Homeআন্তর্জাতিককাতারে ফ্লাই সেইফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের নব যাত্রা

কাতারে ফ্লাই সেইফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের নব যাত্রা

প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশকে ব্র্যান্ডিং করার প্রত্যাশায় কাতারের রজাধানী দোহার অদূরে পুরাতন মদিনা মোররা এলাকায় বাংলাদেশি মালিকানাধীন ফ্লাই সেইফ ট্রাভেল অ্যান্ড ট্যুরসের যাত্রা শুরু হয়েছে। গতকাল ৭ই ফেব্রুয়ারি জুমাবার, সন্ধ্যা ৬ টায় বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে উদ্যোক্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, সোহেল আহমদ ও নওশাদ আলমকে সঙ্গে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

শিক্ষক তাফসির উদ্দিনের পরিচলনায় সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক জনাব মুঃ আবদুর রহমান হানিফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আবদুর রব তালুকদার।

প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিল– আবদুল্লাহ আল জাবর, সৈয়দ সাব্বির হোসেন, মোহাম্মদ বাদশা আলম, মোহাম্মদ মেহরাব হোসেন মাসুম ও আবির হোসেন সীমান্ত।

উদ্যোক্তারা জানায়, প্রবাসী বাংলাদেশীদের জন্য এ প্রতিষ্ঠানে সারা বছরই তুলনামূলকভাবে সুলভে উত্তম সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। এছাড়াও প্রথম মাসেই বাংলাদেশ বিমান, কাতার এয়ারওয়েজ ও ইউ.এস বাংলায় থাকছে দুর্দান্ত অফার। অফারটি গ্রহণ করার জন্য প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের আহ্বান জানান উদ্যোক্তারা।

কাতারের আরো খবর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments