কাতারে অবৈধদের জন্য আজ থেকে আগামী ৩ মাসের জন্য জেল-জরিমানা ছাড়াই দেশ ত্যাগের বিশেষ সুযোগ। কাতারে অবৈধভাবে বসবাসরতরা যাতে দেশ ত্যাগ করতে পারেন সে জন্য কাতারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় ৩ মাসের জন্য এই অতিরিক্ত সময়সূচী ঘোষণা করেছে, যা আজ রবিবার (৯ই ফ্রেব্রুয়ারী ২০২৫) থেকে শুরু হবে।
সোস্যাল মিডিয়াতে প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক ঘোষণায় জানানো হয়েছে যে, যারা রেসিডেন্সী আইনের বিধান লঙ্ঘন করে অনুমোদিত সময়সীমার বেশি সময় কাতারে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে এবং আজ ৯ ফেব্রুয়ারী থেকে ৩ মাস এই সুযোগ বহাল থাকবে।
উপরোক্ত সময়সীমার মধ্যে কাতার থেকে প্রস্তানের প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথবা সালওয়া রোডে অবস্থিত সার্চ এন্ড ফলোআপ ডিপার্টমেন্ট (সিআইডি) অফিসে যোগাযোগ করতে হবে।