Saturday, January 4, 2025
spot_img
Homeঅন্যান্যদখলদার ইসরাইলের আত্মরক্ষারও অধিকার নেই : রাশিয়া

দখলদার ইসরাইলের আত্মরক্ষারও অধিকার নেই : রাশিয়া

ইহুদিবাদী ইসরাইল যেহেতু একটি দখলদারি শক্তি তাই দেশটির নিজেকে রক্ষার অধিকার নেই বলে মন্তব্য করেছে রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া। বুধবার চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ইসরাইলের বিরোধিতা করে এই মন্তব্য করেন।

ইসরাইলের গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, তারা শুধু ইসরাইলের কথিত আত্মরক্ষার অধিকার নিয়েই কথা বলে যাচ্ছে। অথচ একটি দখলদারি শক্তি হিসেবে তাদের সেই অধিকার নেই।

তিনি আরও বলেন, শুধুমাত্র ফিলিস্তিনিদের ইস্যুগুলোর সমাধান করার মাধ্যমেই ইসরাইলের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া সম্ভব। অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজিউলুশন অনুযায়ী ফিলিস্তিন সংকটের সমাধান করতে হবে। ইহুদী জনগোষ্ঠী শত শত শতাব্দী ধরে নিপীড়নের শিকার হয়েছে। তাই সাধারণ মানুষের কষ্ট কেমন হতে পারে তা তাদেরই সবথেকে ভালো বুঝা উচিৎ। সাধারণ মানুষদের এভাবে হত্যা করার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে না এবং মৃতরাও বেঁচে ফিরবে না।

রাশিয়ার দূত তার ভাষণে আমেরিকা ও তার মিত্রদের ‘ভণ্ড’ বলে আখ্যা দিয়েছেন। একইসঙ্গে ফিলিস্তিন সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানের রাস্তা বানচাল করার জন্য তিনি পশ্চিমাদের দায়ী করেন।

আরব দেশগুলো যেভাবে ফিলিস্তিনিদের পাশে ঠেলে দিয়ে ইসরাইলের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করছে তারও সমালোচনা করেছে রাশিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments