কাতারে সেলসম্যান নিয়োগ বিজ্ঞপ্তি।
কাতারে সেলসম্যান/অফিস কো-অর্ডনেটর আবশ্যক।
পদের নাম: সেলসম্যান/অফিস কো-অর্ডনেটর
আবেদনের যোগ্যতা:
১. উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
২. বেসিক কম্পিউটার নলেজ
৩. ইংরেজি ভাষা জানতে হবে।
অভিজ্ঞতা: ২ বছরের অভিজ্ঞতা।
প্রার্থীর ধরন: পুরুষ
কর্মস্থল: কাতার
চাকরির ধরন: ফুল-টাইম
বেতন: ২০০০ রিয়াল (সাথে ৩০০ রিয়াল খাবার খরচ এবং রুম)
আবেদন করুন: lordsfashion@gmail.com (এই ইমেইল এড্রেসে সিভি পাঠাতে হবে)
আরও দেখুন – কাতারে হোটেলের জন্য বেল বয় নিয়োগ