Saturday, January 4, 2025
spot_img
Homeআন্তর্জাতিকবাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত দেখতে চায় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

তিনি বলেন, আমরা সবসময়ই বলে আসছি যে, বাংলাদেশে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উন্মুক্তভাবে হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি।

ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বলেন, নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যকার বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিনয় কোয়াত্রা বলেন, স্থিতিশীল বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি ক্রমবর্ধমান চরমপন্থার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। মিলার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

প্রশ্নকারী দ্বিতীয় প্রশ্নে বলেন, বিএনপির ডাকা অবরোধে সহিংসতা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত বারবার রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র কি বিএনপি-জামায়াতের সহিংসতা বন্ধে কোনো পদক্ষেপ নিতে পারে?

মিলার বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন হতে হবে। তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে কাজ করার আহ্বান জানিয়ে আসছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments