Sunday, December 29, 2024
spot_img
Homeআন্তর্জাতিককাতার চ্যারিটি বাংলাদেশে ১০টি নতুন স্কুল উদ্বোধন করেছে

কাতার চ্যারিটি বাংলাদেশে ১০টি নতুন স্কুল উদ্বোধন করেছে

কাতার চ্যারিটি (কিউসি) বাংলাদেশে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধাসহ ১০টি স্কুল উদ্বোধন করেছে। স্কুলগুলোতে প্রায় ২০০০ ছাত্র-ছাত্রী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের ফরিদপুর, বাগেরহাট, বি.বাড়িয়া, মেহেরপুর, গাইবান্ধা, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বগুড়া এবং পিরোজপুর জেলায় এই বিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করা হয়। প্রতিটি স্কুলে ক্লাসরুম, বোর্ডিং রুম, ডাইনিং রুম এবং শিক্ষকদের কক্ষ রয়েছে।

এই বিদ্যালয়গুলোর একটির প্রধান শিক্ষক জনাব মোঃ রাশেদ কবির বলেন, “প্রয়োজনীয় আসবাবপত্রে সজ্জিত এই নতুন ভবনে স্থানীয়রা অত্যন্ত খুশি। এটি অবশ্যই ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে আসতে অনুপ্রাণিত করবে এবং ছাত্র ছাত্রীদের সংখ্যাও বৃদ্ধি করবে।”

মেহেরপুরের একজন সরকারী কর্মকর্তা মৌসুমী খানম কাতার চ্যারিটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, তিনি বলেন “কাতার চ্যারিটি প্রতিষ্ঠিত স্কুল সমূহ এমন স্কুল যা শিক্ষার জন্য ভালো পরিবেশ নিশ্চিত করে, তা অবশ্যই শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্সের উন্নতিতে অবদান রাখবে।” তিনি আশা প্রকাশ করেন যে, কাতার চ্যারিটি আগামীতে শিক্ষার ক্ষেত্রে আরও সহায়তা প্রদান করবে।

উল্লেখ্য, গত পাঁচ বছরে, কাতার চ্যারিটি শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা সহ প্রায় ৫৫টি স্কুল প্রতিষ্ঠা করেছে, যার ফলে প্রায় ১২০০০ শিক্ষার্থী উপকৃত হয়েছে। এসব প্রতিষ্ঠান বাংলাদেশে প্রায় ৪০০০ এতিম শিশুদের পৃষ্ঠপোষকতা করে এবং তাদের ভাল ভবিষ্যত নিশ্চিত করার জন্য সমস্ত শিক্ষা ব্যয় প্রদান করে।

সূত্র: কিউএনএ

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments