অবৈধ অভিবাসীদের দারুণ সুখবর দিয়েছে কানাডা। দেশটির অভিবাসনমন্ত্রী মার্ক থিলার জানান, কাগজপত্র ও অনুমতিবিহীন অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা চলছে। দ্য গ্লোব অ্যান্ড মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মার্ক থিলার জানান, ২০২৫ সাল পর্যন্ত অভিবাসী কমানোর পরিকল্পনা জানিয়েছে কানাডা। এ পরিকল্পনার অংশ হিসেবে প্রতিবছর ৫ লাখ অভিবাসী নেওয়া হবে। ফলে এ সময়ে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হতে পারে। দেশটির অর্থনীতিতে অভিবাসন বেশ গুরুত্বপূর্ণ।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে অধিক অভিবাসীর কারণে জনসংখ্যাও বেড়েছে কানাডার।অভিবাসনমন্ত্রী জানান, বর্তমানে কানাডায় ৩ থেকে ৬ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন। তাদের মধ্যে নির্বাসনের ঝুঁকি রয়েছে। এসব অভিবাসী অবৈধ হওয়ায় তাদের ফেরত পাঠানো হতে পারে।
মন্ত্রী আরও জানান, এ সুযোগ সব অভিবাসী পাবেন না। এমনকি যারা সাম্প্রতিক সময়ে কানাডা গেছে তারাও নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন না। ফলে তারাও এ সুযোগ পাবেন না। আগামী বসন্তে এ নিয়ে একটি প্রস্তাব মন্ত্রিসভায় উঠানো হবে বলেও জানান তিনি।
আগামী ২ বছর অভিবাসী কমানোর পরিকল্পনা নিয়েছে কানাডা। দেশটি ২০২৫ সাল পর্যন্ত বার্ষিক প্রায় ৫ লাখ অভিবাসী নেবে। এরপর এ সংখ্যা আবার বাড়ানো হতে পারে।