Sunday, December 29, 2024
spot_img
Homeঅন্যান্যঅবৈধ অভিবাসীদের সুসংবাদ দিল কানাডা

অবৈধ অভিবাসীদের সুসংবাদ দিল কানাডা

অবৈধ অভিবাসীদের দারুণ সুখবর দিয়েছে কানাডা। দেশটির অভিবাসনমন্ত্রী মার্ক থিলার জানান, কাগজপত্র ও অনুমতিবিহীন অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা চলছে। দ্য গ্লোব অ্যান্ড মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মার্ক থিলার জানান, ২০২৫ সাল পর্যন্ত অভিবাসী কমানোর পরিকল্পনা জানিয়েছে কানাডা। এ পরিকল্পনার অংশ হিসেবে প্রতিবছর ৫ লাখ অভিবাসী নেওয়া হবে। ফলে এ সময়ে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হতে পারে। দেশটির অর্থনীতিতে অভিবাসন বেশ গুরুত্বপূর্ণ।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে অধিক অভিবাসীর কারণে জনসংখ্যাও বেড়েছে কানাডার।অভিবাসনমন্ত্রী জানান, বর্তমানে কানাডায় ৩ থেকে ৬ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন। তাদের মধ্যে নির্বাসনের ঝুঁকি রয়েছে। এসব অভিবাসী অবৈধ হওয়ায় তাদের ফেরত পাঠানো হতে পারে।

মন্ত্রী জানিয়েছেন, অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করা হলেও সেখানে শর্তারোপ করা হবে। মূলত স্টুডেন্ট ভিসা ও অস্থায়ীভাবে কানাডা আসা এবং এরপর নিজ দেশে ফেরত না যাওয়া লোকদের এ নাগরিকত্ব দেওয়া হতে পারে।

মন্ত্রী আরও জানান, এ সুযোগ সব অভিবাসী পাবেন না। এমনকি যারা সাম্প্রতিক সময়ে কানাডা গেছে তারাও নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন না। ফলে তারাও এ সুযোগ পাবেন না। আগামী বসন্তে এ নিয়ে একটি প্রস্তাব মন্ত্রিসভায় উঠানো হবে বলেও জানান তিনি।

আগামী ২ বছর অভিবাসী কমানোর পরিকল্পনা নিয়েছে কানাডা। দেশটি ২০২৫ সাল পর্যন্ত বার্ষিক প্রায় ৫ লাখ অভিবাসী নেবে। এরপর এ সংখ্যা আবার বাড়ানো হতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments