Wednesday, January 1, 2025
spot_img
Homeআন্তর্জাতিকভিসা আবেদনের নতুন প্ল্যাটফরম চালু করল সৌদি আরব

ভিসা আবেদনের নতুন প্ল্যাটফরম চালু করল সৌদি আরব

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘কেএসএ ভিসা’ নামে একটি নতুন সমন্বিত ভিসা-অ্যাপ্লিকেশন প্ল্যাটফরম চালু করেছে। ইন্টারনেট সার্চ ইঞ্জিনে ‘কেএসএভিসা ডট এসএ’ লিখে সার্চ দিলেই জানা যাবে নতুন এই প্ল্যাটফরম সম্পর্কিত বিভিন্ন তথ্য।

সৌদির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নতুন এই প্ল্যাটফরমের সঙ্গে সংযোগ রয়েছে দেশটির ৩০টিরও বেশি মন্ত্রণালয়ের এবং বাইরের বিভিন্ন দেশের নাগরিকরা হজ, ওমরাহ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত ভ্রমণ, কর্মসংস্থান। অর্থাৎ যে কোনো ভিসার আবেদনের জন্য এই প্ল্যাটফরমটি ব্যবহার করতে পারবেন।

এসপিএ জানিয়েছে, কেএসএ ভিসার নিজস্ব সার্চ ইঞ্জিনটি বেশ স্মার্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন। কোনো নতুন ব্যক্তি যদি ভিসার আবেদন করে, সে ক্ষেত্রে তাকে বিভিন্ন পরমার্শ দেওয়া ও গাইড করতে সক্ষম এই প্ল্যাটফরম। আবেদনকারীরা প্রয়োজনে এই প্ল্যাটফরমটিতে নিজেদের ব্যক্তিগত প্রোফাইলও খুলতে পারবেন।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসপিএকে বলেন, ‘অনলাইনে ভিসার আবেদন আরও সহজ এবং গ্রাহকদের সুবিধার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে নতুন কেএসএ ভিসা সার্ভিস চালু করা হয়েছে। বাইরের দেশের নাগরিকরা এতে উপকৃত হবেন বলে আশা করছি।

সূত্র: আরব নিউজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments