Saturday, January 4, 2025
spot_img
Homeআন্তর্জাতিকনতুন সোনার খনির সন্ধান পেল সৌদি আরব

নতুন সোনার খনির সন্ধান পেল সৌদি আরব

সৌদি আরব নতুন করে বড় আকারে সোনার খনির সন্ধান পেয়েছে। বৃহস্পতিবার সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মাদেন) এই ঘোষণা দিয়েছে।

মাদেনের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, সৌদি আরবের মক্কা অঞ্চলের আল খুরমাহতে অবস্থিত মানসুরাহ মাসারাহ সোনার খনির দক্ষিণে ১০০ কিলোমিটার বিস্তৃত এই সোনার খনির সন্ধান পাওয়া গেছে। ওই অঞ্চল থেকে সংগৃহীত দুটি নমুনায় প্রতি টন খনিজে সোনার উপস্থিতি পাওয়া গেছে যথাক্রমে ১০ দশমিক ৪ গ্রাম ও ২০ দশমিক ৬ গ্রাম।

কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, ২০২২ সালে মানসুরা মাসারেহের কাছে ১০০ কিলোমিটার চওড়া এলাকাজুড়ে তারা সোনার সন্ধানে জরিপকাজ শুরু করে। ২০২৩ সালের শেষ নাগাদ সেই কার্যক্রম সফলতার মুখ দেখেছে।

এক বিবৃতিতে মাদেন আশা প্রকাশ করে, ২০২৩ সালে মানসুরা মাসারেহ থেকে তারা প্রায় ৭০ লাখ আউন্স বা এক লাখ ৯৮ হাজার ৫০০ কেজি সোনা উৎপাদন করতে পারবে।নতুন এই সোনার খনি পুরো এলাকায় আরো সোনার খনি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। ফলে মাদেন ২০২৪ সালে এ অঞ্চলে আরও ব্যাপকাকারে খনন কাজ চালানোর ঘোষণা দিয়েছে।

একই সঙ্গে তারা সোনা ও ফসফেট উৎপাদনের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করেছে বলে জানান মাদেনের প্রধান নির্বাহী রবার্ট উইল্ট। উল্লেখ্য, সৌদি আরবের খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেনে ৬৭ শতাংশ মালিকানা রয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সার্বভৌম তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফের।

সূত্রঃ রয়টার্স, আরব গ্যাজেট

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments